Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ৫১টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা

সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। জগন্নাথপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠে যাওয়ায় গতকাল সোমবার ও আজ মঙ্গলরার ৫১টি শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষনা করা হয়েছে। ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৪৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি মাদ্রাসা প্রতিষ্ঠান। উপজেলার কলকলিয়া চিলাউড়া হলদিপুর, রানীগঞ্জ, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়ন ও পৌরশহরের বন্যা দুর্গত এলাকায় এসব প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুরের ৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ ও প্রবেশপথে পানি ওঠে যাওয়া বিদ্যালয়গুলো সাময়িকভাবে বন্ধ ঘোষনা করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমী সুপারভাইজার অরূপ রায় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুরের নি¤œাঞ্চল বন্যা কবলিত হয়ে পড়ায় আমরা ৮টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছি।

Exit mobile version