Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ৫ কোটি টাকা ব্যয়ে সৈয়দপুর আর্দশ কলেজের আধুনিক ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন

রেজুওয়ান কোরেশী:: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আর্দশ কলেজে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে ৪ কোটি টাকা ব্যয়ে ৫তলা একাডেমিক ভবন ও এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব কামালী, সৈয়দপুর আর্দশ কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, সাবেক অধ্যক্ষ শাহেদুর রহমান শাহেদ, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সৈয়দ লাল মিয়া, সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাজু আহমদ, সাধারন সম্পাদক ওলিউর কামালীসহ কলেজ গর্ভনিং কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন যুবলীগ নেতা মাওলানা আনোয়ার আলী।

Exit mobile version