Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ৫ জুন থেকে ভিটামিন ‘এ‘ প্লাস খাবে ২৭ হাজার শিশু

স্টাফ রিপোর্টার::
আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত জগন্নাথপুরে চলবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এবার এ উপজেলায় ২৭ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাবানো হবে।
গতকাল বুধবার (২ জুন) জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের আয়োজনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) সম্পর্কে এক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়।
উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক লাল দাস, উপজেলা মেডিকেল অফিসার সাইকুল ইসলাম, শারমিন আরা আশা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একরামুল হক,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় প্রমুখ ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর জানান,৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ছয় মাস থেকে ৫ বছর বয়সী এ উপজেলার ২৭ হাজার শিশু কে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

Exit mobile version