Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ৬ দিন ধরে মাদ্রাসার নৈশ্য প্রহরী নিখোঁজ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরএলাকার হবিবপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার নৈশ্য প্রহরী আকিল হোসেন গত ৬দিন ধরে নিখোঁজ রয়েছেন। এব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করছেন।

জিডির সুত্রে জানা যায়, ২০১৭ সালের মে মাস থেকে মাদ্রাসার নৈশ্য গ্রহরির দায়িত্বে নিয়োজিত ছিল হবিবপুর (শাহপুর) এলাকার আব্দুল মনাফের ছেলে আকিল হোসেন (৩০)। তিনি সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত মাদ্রাসার দায়িত্বপালন করতেন। গত ১৩ নভেম্বর মাদ্রাসার দপ্তরী আজিজুর রহমান ভোরে ফজরের নামাজের সময় নৈশ্য প্রহরী আকিল হোসেনকে দেখতে না পেয়ে তাকে খোঁজতে যান। অনেক খুঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ১৩ নভেম্বর মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মন্নান বাদি হয়ে থানায় জিডি দায়ের করেন।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান জানান, নৈশ্য প্রহরী আকিল হোসেন প্রতিদিন সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত ডিউটি পালন করেন। ঘটনার দিন ভোরে তাকে না পেয়ে আমরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোন সন্ধান মিলেনি। বিষয়টি থানা পুলিশকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) ইখতিয়ার উদ্দিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Exit mobile version