Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ৭৪ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্বোধন করলেন এম,এ মান্নান

স্টাফ রিপোর্টার :: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম,এ মান্নান এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষা উন্নয়নে এক মহা সাফল্য অর্জন করেছে। সু-শিক্ষা অর্জনের মাধ্যমে আধুনিক নাগরিক গড়ে তোলার লক্ষ্যেএ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করছি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার। এ সরকারের ধারাবাহিক সাফল্যের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আগামী নির্বাচনেও নৌকা প্রতিককে বিজয়ী করতে হবে। সেজন্য ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করার জন্য তিনি আহবান জানান।
তিনি গতকাল শুক্রবার বিকেলে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে ৭৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ৪র্থ তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ রশিদ আহমদের সভাপতিত্বে ও অভিভাবক কমিটির সদস্য তাজউদ্দিন আহমদ এবং সাবেক সদস্য সৈয়দ ফজলুর রশিদ শিহাবের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্থায়ী কমিটির সাবেক প্রতিনিধি ড. আব্দুল মোমিন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ, সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ শায়েখ আহমদ, শিক্ষা প্রকৌশলীর নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী, স্যান্ডারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মঞ্জুরুল হক, সৈয়দপুর কলেজের প্রিন্সিপাল আব্দুর রহমান প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ নুরুল নাহার।

Exit mobile version