Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ৭ দিনের মধ্যে বেড়িবাঁধের কাজ শেষ করার নির্দেশ

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধের কাজে নিয়োজিত পিআইসিদের (প্রকল্প বাস্তবায়ন কমিটি) ৭ দিনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ প্রদান করা হয়েছে। এর মধ্যে কাজ শেষ করতে না পারলে তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা সম্মেলন কক্ষে সিআইসিদের (প্রকল্প বাস্তবায়ন কমিটি) নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ।
উপজেলা কাবিটা কমিটির সভাপতি ও জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন পিআইসি’র সভাপতি/ সম্পাদকগন বক্তব্য দেন।
নলুয়া হাওরের দাসনাগাঁও কুরেরপার বাঁধের পিআইসির (প্রকল্প বাস্তবায়ন কমিটি) সভাপতি চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের পরিষদের ইউপি সদস্য রণধীন কান্ত দাস নান্টু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৮ ফেব্রুয়ারি বেড়িবাঁধের নির্ধারিত সময় থাকলেও শ্রমিক ও মাটি কাটার মেশিনের সংকট থাকায় কাজ শেষ করা যায়নি। আশা করছি ৭ দিনের মধ্যে কাজ শেষ করতে পারব।
নলুয়া হাওরের আরেক পিআইসির সভাপতি চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ইউপি সদস্য জুয়েল মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ৭ দিনের মধ্যে কাজ শেষ করা কঠিন হবে। কারন হাওরে শ্রমিক সংকট রয়েছে। তিনি বলেন, তার প্রকল্পের কাজ শেষ করতে ১০/১২ দিন লাগবে। তিনি সময় চেয়েছেন বলে জানিয়েছেন।
উপজেলা কাবিটা কমিটির সভাপতি ও জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ যারা করতে পারেননি তাদেরকে আরো ৭দিনের সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে বাঁধের কাজ সম্পন্ন করতে না পারলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রসঙ্গত, জগন্নাথপুর উপজেলায় এবার বোরো ফসল রক্ষায় ৯২টি পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠন করা হয়েছে। এর মধ্যে উন্নয়নখাত (এডিপি) থেকে বরাদ্দ দেয়া হয়েছে চার কোটি ছয় লাখ ২৫ হাজার টাকা, কাবিটা (অনন্নয়নখাত) থেকে বরাদ্দ দেয়া হয়েছে ১০ কোটি ৩০ লাখ ২৯ হাজার টাকা। ১৫ ডিসেম্বর কাজ শুরু করে গত ২৮ ফেব্রুয়ারি কাজ শেষ করার কথা থাকলেও প্রাক্কলন তৈরী করে কার্যাদেশ প্রদানে বিলম্ব হওয়ায় কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। বুধব্রা বিকেলে উপজেলা কাবিটা কমিটির এক সভায় সিন্ধান্ত হয় বেড়িবাঁধ সম্পন্ন করতে আরো ১৫ দিন বাড়ানোর জন্য।

Exit mobile version