Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ৮ গ্রাম বন্যাকবলিত, ডুবে গেছে গ্রামীণ সড়ক

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরের নিন্মাঞ্চল বন্যায় প্লাবিত হয়ে পড়েছে।
গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে ও পাহাড়ি ঢলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা, জগদ্বীশপুর, কামারখাল, গলাখাই, কাদিপুর, কান্দারগাঁও, নোয়াগাঁও ও পাড়ারগাঁও গ্রামের নিচু এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে। এরমধ্যে এসব এলাকার দুই শতাধিক পরিবারের বাড়ি-ঘরে পানি প্রবেশ করেছে। এছাড়া কলকলিয়া ইউনিয়নের কামারখাল-গলাখাই সড়কটি পানিতে তলিয়ে গেছে। ফলে ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

অজ সোমবার (২৯ জুন) স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে
বলেন, ইউনিয়নের ৭ থেকে ৮টি গ্রামে বন্যা প্লাবিত হয়ে পড়েছে। এরমধ্যে দুই শতাধিক বসতবাড়ির ঘর-দুয়ারে পানি পানি ঢুকেছে। গ্রামের একটি যাতায়াত সড়ক পানিতে ডুবে গেছে। লোকজন দুর্ভোগে পড়েছেন। আমরা পরিস্থিতি তদারকি করছি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, জগন্নাথপুরের একটি ইউনিয়নের কিছু এলাকা প্লাবিত হয়েছে। আমরা সার্বিক পরিস্থিত পর্যবেক্ষণ করছি।

Exit mobile version