Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর ইসলামপুর গ্রামের দুই পক্ষের বিরোধ নিষ্পত্তি করলেন সার্কেল শুভাশীষ ধর

স্টাফ রিপোর্টার-
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের দুই পক্ষের মধ্যে রাস্তা নিয়ে তিন মাস ধরে বিরোধের জের ধরে সমাজচ্যুত ও মামলা মোকদ্দমা নিষ্পত্তি হয়েছে। জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার সহকারী পুলিশ সুপার সার্কেল শুভাশীষ ধর এর উদ্যাগে শনিবার সকাল ১০ টায় জগন্নাথপুর সার্কেল অফিসে দুই পক্ষকে নিয়ে নিষ্পত্তি করার জন্য বৈঠকে বসেন। সার্কেল শুভাশীষ ধর এর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আংগুর মিয়া,প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম,স্হানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সালেক আহমেদ,সমাজকর্মী শামীম আহমেদ, জাহানুর আলী,রাজু মিয়া,খলিল মিয়া, মোঃ কালাই মিয়া,জহুর আলী,ইউনিয়ন পরিষদের সদস্য,খালেদ মিয়া,মালেক মিয়া,মুমিন মিয়া,মুহিদ মিয়া প্রমুখ
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়,ইসলামপুর গ্রামের চলাচলের রাস্তা নিয়ে কালাই মিয়া ও জহুর আলীর এর মধ্যে বিরোধ চলছিল। এক পর্যায়ে গ্রামের সিদ্ধান্ত না মানায় কালাই মিয়া পক্ষ কে সমাজচ্যুত করা হয়। এ নিয়ে মামলা দায়ের হলে পুলিশ গ্রামের কয়েকজন সালিসি ব্যক্তিকে গ্রেপ্তার করে।
গতকাল সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর এর নেতৃত্বে উভয়পক্ষ কে নিয়ে বৈঠক করে বিষয়টি মিমাংসা করা হয়।

Exit mobile version