Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর উন্নয়ন সংস্থা ইউকের উদ্যোগে পাটলী ও মীরপুরে খাদ্য সামগ্রী বিতরন

আব্দুল হাই :: জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের উদ্যোগে সাম্প্রতিক বন্যায় জগন্নাথপুর উপজেলার পাটলী ও মীরপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ১হাজার ৪শ ৪০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর চাল, ডাল ও সোয়াবিন তৈল বিতরন করা হয়েছে। বুধবার (২১ জুন) পাটলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দুপুর ১২টায় ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ৯টি ওয়ার্ডের ৭শ ২০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন উন্নয়ন সংস্থা কর্তৃক খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রমের প্রতি অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আর্ত মানবতার কল্যানে এর অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানিয়ে উপজেলার অসহায় দরিদ্রদের জন্য স্থায়ী সহায়তা গ্রহনের দাবী জানান। জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের জেনারেল সেক্রেটারী মীরপুর ইউনিয়নের আধূয়া গ্রামের বাসিন্দা সমাজসেবী আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের কার্য নির্বাহী কমিটির সদস্য ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রমের প্রধান সমন্বয়ক শ্রীরামসী গ্রামের বাসিন্দা আলহাজ্ব মাহবুবুল হক শেরীন, উন্নয়ন সংস্থা ইউকের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী সেচ্ছাসেবকলীগ যুক্তরাজ্য শাখার সহ সভাপতি শাহারপাড়া গ্রামের বাসিন্দা মো: মোছাদ্দিক হোসেন কামালী, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক। দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি মো: আব্দুল হাই’র পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমান প্রমূখ। এদিকে বেলা ২টায় উপজেলার মীরপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ৯টি ওয়ার্ডের ৭শ ২০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীর চাল, ডাল ও সোয়াবিন তৈল বিতরন করা হয়েছে। মীরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ত্রানের খাদ্য সামগ্রী বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে কর্তৃক পুরো উপজেলায় ব্যাপক ত্রান সামগ্রী বিতরন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে মহতী এ কার্যক্রমের জন্য সংস্থার সকল সদস্যদের প্রতি অভিনন্দন জানান। জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের কার্য নির্বাহী কমিটির সদস্য ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রমের প্রধান সমন্বয়ক শ্রীরামসী গ্রামের বাসিন্দা আলহাজ্ব মাহবুবুল হক শেরীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের ভাইস চেয়ারম্যান আওয়ামী সেচ্ছাসেবকলীগ যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি শাহারপাড়া গ্রামের বাসিন্দা মো: মোছাদ্দিক হোসেন কামালী, জেনারেল সেক্রেটারী আধূয়া গ্রামের বাসিন্দা সমাজসেবী আব্দুল ওয়াহিদ। দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি মো: আব্দুল হাই’র পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মীরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, মীরপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালিক, ইউপি সদস্য শাহাব উদ্দিন প্রমূখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগ নেতা সুলতান সালেক আহমদ পলাশ, সুনামগঞ্জ জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমান প্রমূখ। জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের খাদ্য সামগ্রী বিতরনের প্রধান সমন্বয়ক আলহাজ্ব মাহবুবুল হক শেরীন জানান, বৃহস্পতিবার (২২জুন) জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ও আশারকান্দি ইউনিয়নের ১হাজার ৪শ ৪০টি বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রানের চাল, ডাল ও সোয়াবিন তৈল বিতরন অনুষ্টিত হবে।

Exit mobile version