Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর উপজেলাকে ভিক্ষুক মুক্ত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলাকে ভিক্ষুক মুক্ত করার লক্ষ্যে মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মখলিছুর রহমান,মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, জগন্নাথপুর থানার উপ-পরির্দশক হাবিবুর রহমান,জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভুঁইয়া, পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, উপজেলা জাতীয় পার্টি নেতা আব্দুল মনাফ, জগন্নাথপুর প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, উপজেলা যুবলীগ সহ-সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন, জগন্নাথপুর আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক,ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দেব,ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন,আব্দুল রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনব দাস, পাটলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ওয়াহিদুর রাজা, কলকলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাশিম প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় ভিক্ষুকের সংখ্যা ৬৭০জন। তবে এদের অধিকাংশই স্থানীয়ভাবে এ উপজেলার বাসিন্দা না হওয়ায় পুর্নবাসন কার্যক্রম নিয়ে আমরা চিন্তিত। সকল মহলের সহযোগিতায় সুষ্ঠু পরিকল্পনা অনুযায়ী এ উপজেলাকে ভিক্ষুক মুক্ত করতে চান বলে তিনি সভায় আশা ব্যক্ত করেন।

Exit mobile version