Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে হাঁস ও নগদ অর্থ বিতরণ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাকে ভিক্ষুক মুক্ত করতে পূর্নবাসনের কার্যক্রম শুরু হয়েছে।

জগন্নাথপুর উপজেলা প্রশাসন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথপুরের ২৫ জন ভিক্ষুককে আত্মনির্ভশীল ও কর্মসংস্থান তৈরী করতে নগদ অর্থ ও হাঁস বিতরণ করা হয়েছে।

প্রত্যেক ভিক্ষুককে জনপ্রতি ১ হাজার ৫ শত টাকার নগদ ও ২৫টি করে হাঁস বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার প্রমুখ।

জগন্নাথপুরের ইউএনও’র কার্যালয় সুত্র জানায়, আগামী মুজিব বর্ষে জগন্নাথপুর উপজেলাকে ভিক্ষুক মুক্ত করতে প্রশাসন এরমধ্যেই জগন্নাথপুরের একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে মোট ৫০জন ভিক্ষুককে সনাক্ত করে তাদের তালিকা তৈরী করা হয়। এসব ভিক্ষুকদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল থেকে অনুদানপ্রাপ্ত ভিক্ষুক পূর্নবাসন কর্মসুচী বাস্তবায়নের আওতায় এনে কর্মসংস্থাপন ও আত্মনির্ভশীল গড়ে তুলতে প্রশাসন কাজ শুরু করে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুর উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে আমরা কাজ শুরু করেছি। এরমধ্যে আমরা ২৫জন ভিক্ষুককে নগদ অর্থ ও হাঁস দিয়েছি। যাতে তাঁরা ভিক্ষাবৃত্তি ছেড়ে নিজে আত্মনির্ভশীল করে তুলতে পারে। পর্যায়ে তালিকাভুক্ত অপর ভিক্ষুকে নগদ টাকা ও হাঁস কিংবা মোরগ দেয়া হবে।

Exit mobile version