Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর উপজেলাজুড়ে নারী নির্যাতন বিরোধী সমাবেশ

স্টাফ রিপোর্টার::
সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় জগন্নাথপুর থানার বিট পুলিশীং এর উদ্যোগে  উপজেলা সদরের জগন্নাথপুর পৌর মিলনায়তনে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত, নব নির্বাচিত পৌর মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজ। অন্যদের মধ্যে মধ্যে দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক লুৎফুর রহমান, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, কাউন্সিলর তাজিবু ররহমান, দিলোয়ার হোসাইন, খলিলুর রহমান, প্রকৌশলী সতীশ গোস্বামী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, নারী কাউন্সিলর রহিমা বেগম, ইয়াসমিন বেগম, শিক্ষার্থী সুমি গোপ, রিমি গোপ প্রমুখ।
এদিকে উপজেলার কলকলিয়া, পাটলী, মিরপুর, চিলাউড়া-হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর-শাহারপাড়া, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়নের নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ অংশ নেন।

Exit mobile version