Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউ‘কে এর ইফতার মাহফিল ও আলোচনাসভা সম্পন্ন

আমিনুল হক ওয়েছ: জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউ‘কে আয়োজনে এক ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্টিত হয়। ব্রিকলেন্ড এর স্থানীয় একটি রেষ্টুরেন্টে সংস্থার সভাপতি তাহের কামালীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নোমান আহমদের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সংস্থার কোষাধ্যক্ষ সুমন আহমদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হেমলেটের মেয়র জন বিগস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, এতে বক্তব্য রাখেন আব্দুল মুকিত চুনু (এম.বি ই) ডেপুটি স্পিকার টাওয়ার হেমলেট, কাউন্সিলর মতিনুজ জামান, আলহাজ্ব নুরুল হক লালা মিয়া, আবুল কাশেম, সাজ্জাদুর রহমান, ইকবাল হুসেন, মামুনুর রশীদ(এম.বি), নুরুল করীম, মনোয়ার হুসেন বদরুজুদা প্রমোখ। বক্তাগন উন্নয়ন সংস্থার কার্যক্রমকে স্বাগত জানান এবং তাদের কার্যক্রমের প্রশংসা করেন, অনেক বক্তার বক্তবের মধ্য দিয়ে উঠে এসেছে বৃটেনে এই প্রথম কোন সামাজিক সংগঠন এমন বনাঢ্য আয়োজন করেছে। প্রধান অতিথি বলেন আগামী দিনের নেতেৃত্বে নবীনরা এই এগিয়ে যাবে সমাজের সকল বৃত্তবানদের তিনি আহবান জানান এই ধরনের সংস্থার মাধ্যমে সমাজ পরিবর্তন করার কাজে যেন এগিয়ে আসেন। উক্ত অনুষ্টানে জগন্নাথপুর সহ বৃহত্তর সিলেট বাসী সর্ব স্তরের নেত্রীবৃন্ধ উস্থিত ছিলেন বিশেষ করে সংস্থার উদেষ্টা মন্ডলী মোঃ শফিক আহমদ, আনগুর মিয়া, দরছ উল্লাহ, হারুনুর রশীদ, ইউছুফ কামালী, তারিফ আহমদ। অনুষ্টানের সমাপনি বক্ত্যবে সংস্থার সভাপতি বলেন নবীনরা উন্নয়ন সংস্থার হালধরেই আমরা আমাদের এলাকার গরিব দুঃখি মানুষের পাশোঁড়িয়ে ছিলাম, লন্ডন প্রবাসী বৃত্তবান সহ সকলের সহযোগিতায়, আমরা জগন্নাথপুরের প্রত্যান্ত এলাকায় বিগত শিতে শীতবস্ত্র বিতরননের মাধ্যমে এলার মানুষের কাছে এই বার্তা পৌছে দিয়ে এসেছি আমরা প্রবাসে থেকে এলাকার মানুষের জন্য আমাদের মন কাদেঁ। আমর জগন্নাথপুরের যুব সমাজকে যাগিয়ে দিয়ে এসেছি বিভিন্ন ধরনেরে খেলাধুলার আয়োজনের মধ্য দিয়ে বিশেষ করে আমরা বৃহৎ আকারে একটি বেটবিন্টন প্রতিযোগিতার আয়োজনের করেছিলাম যা এলাকার মধ্যে এক ধরনের আলোড়ন সৃষ্টি করে। সভাপতি আর বলেন আজ আমাদের এই অনুষ্টানে অনেক গুনি ব্যক্তিত্ব রয়েছেন যাদের মুখথেকে আমার অকেক সুন্দর কথা শুনতে পারতাম যা আমাদের জন্য আগামীর পথচলার পাথেয় হয়ে থাকত কিন্তু সময়েরর জন্য উনাদের বক্তব্য দেয়ার সুযোগ হয়নি এমন কি পরিচয় টুকু করাতে পারিনি তাই আমি আমারের সবার পক্ষথেকে ভুল ত্রুটি মারজনা কামনা করছি। এতে সংস্থার কার্যনির্বাহী কমিটির সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিল।

Exit mobile version