Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর উপজেলা নির্বাচনে নৌকার পালে হাওয়া

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের নৌকা প্রতীকের পালে হাওয়া লেগেছে। প্রতিদিন আওয়ামীলীগের নেতাকর্মীরা বিভিন্ন গ্রামের হাটবাজার পাড়া মহল্লায় উঠান বৈঠক করে উন্নয়নের প্রতীক নৌকা ভোট দেয়ার আহ্বান জানানোর কারণে দলের নেতাকর্মীরা উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে উন্নয়নকে এগিয়ে নিতে মাঠে নেমেছেন। বিশেষ করে দলীয় নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার আহ্বান জানাচ্ছেন। গতকাল জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আকমল হোসেন ও ভাইস চেয়ারম্যান প্রার্থী বিজন কুমার দেব ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাজেরা বারীর সমর্থনে নৌকা প্রতীকে ভোট চেয়ে সারাদিন ও সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থানে গনসংযোগ,পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা তালুকদার বাড়িতে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন, এলাকার মুরব্বী স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ইশ্বাদ আলী, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন,আওয়ামীলীগ মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক বিজন কুমার দেব মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ,হাজেরা বারী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফখরুল হোসেন,গ্রামবাসীর পক্ষে বক্তব্য দেন সিপন আহমদ তালুকদার,আমির হোসেন, কাহার মিয়া,সুন্দর আলী,সুহেল মিয়া,অজুণ দাশ মেম্বার,সত্তার মিয়া প্রমুখ। সন্ধ্যায় জগন্নাথপুর পৌর এলাকার শেরপুর সাবেক কমিশনার আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমানের বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আকমল হোসেন ভাইস চেয়ারম্যান প্রার্থী বিজন কুমার দেবসহ আওয়ামীলীগের নেতারা ও এলাকাবাসী বক্তব্য রাখেন। এছাড়াও মজিদুপর,গোড়ারগাঁওসহ বিভিন্ন স্থানে পথসভা গনসংযোগ করে নৌকায় ভোট প্রার্থীনা করা হয়। প্রতিটি সভায় ভোটারদের স্বতস্ফুত অংশ গ্রহন দেখে নেতাকর্মীরা জানান, নৌকার পালে হাওয়া লেগেছে। যত সময় যাচ্ছে ততই নৌকার জোয়ার উঠছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় মানুষ নৌকায় ভোট দিবে বলে আশ্বস্থ করছেন। জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনের দিনক্ষন যত ঘনিয়ে আসছে আওয়ামীলীগ মনোনীত তিন প্রার্থীর নৌকা প্রতীকের পক্ষে জনসমর্থন ততই বাড়ছে। নেতাকর্মীদের উৎসাহ দেখে মনে হচ্ছে নৌকার পালে হাওয়া লেগেছে এবং আওয়ামীলীগ মনোনীত তিন প্রার্থীই জয়লাভ করবেন। তিনি বলেন, মানুষ উন্নয়নের পক্ষে তাই উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিবে।

Exit mobile version