Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচনে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল ১০ জন বৈধ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলকৃত প্রার্থীদের যাছাই বাছাই শুক্রবার সকালে সুনামগঞ্জ রির্টানিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করে অপর ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষনা দেয়া হয়।
সুনামগঞ্জ রির্টানিং অফিসারের কার্যালয় সূত্র জানায়,জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন মনোনয়নপত্র জমা দেন। যাছাই বাছাই কালে ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র ফয়জুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুফিয়া খানমের মনোনয়নপত্র বাতিল করা হয়। অপরপ্রার্থীদের মনোনয়ন বৈধ হিসেবে বিবেচিত হয়। বৈধ প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আকমল হোসেন, বিএনপির দলীয় মনোনিত প্রার্থী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান ও একমাত্র স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা বিজন কুমার দেব, বিএনপি মনোনিত প্রার্থী যুবদল নেতা হাজী সোহেল আহমদ খান টুনু, স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিশের দলীয় মনোনিত প্রার্থী সৈয়দ জয়নুল ইসলাম, জমিয়ত উলামায়ে ইসলামীর দলীয় মনোনিত প্রার্থী সৈয়দ ছলিম আহমদ।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী ও বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ফারজানা বেগম। এদিকে যাছাই বাছাই কালে বাতিল হওয়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুফিয়া খানম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,আমি আপীল করেছি। আমার সব কাগজপত্র রয়েছে। আশা করি আমার মনোনয়ন আপীলে বৈধ বলে বিবেচিত হবে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্তকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শুক্রবার প্রার্থীদের যাছাই বাছাই কালে পুরুষ ভাইস চেয়ারম্যান একজন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী একজনের মনোনয়ন ত্রুটি জনিত কারণে বাতিল করা হয়। অপর ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে।

Exit mobile version