Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর উপজেলা পরিষদের সভায় তোপের মুখে উপজেলা প্রকৌশলী রফিক

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা পরিষদের মাসিক সভায় তোপেরমুখে পড়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম। উপজেলার সবকটি সড়কের বেহালদশায় তিনি তোপেরমুখে পড়েন। রবিবার উপেজলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির এর পরিচালনায় উপজেলা পরিষদের মাসিক সাধারন সভায় তিনি তোপেরমুখে পড়েন। সভার শুরুতে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বলেন, জগন্নাথপুর উপজেলার প্রতিটি রাস্তাঘাট বেহাল দশা। জনপ্রতিনিধি হিসেবে আমরা প্রতিনিয়ত প্রশ্নের সন্মুখিন হচ্ছি। যথাযথ তদারকির অভাবে প্রতিটি গুরুত্বপূর্ন সড়ক বর্তমানে যান চলাচলের অনুপোযোগী। এসব রাস্তাঘাটের কারণে সরকারের ভাবর্মুতি ক্ষুন্ন হচ্ছে। বিশেষ করে জগন্নাথপুর-বিশ্বনাথ,কাঠালখাইড়-নয়াবন্দর-দাওরাই,জগন্নাথপুর-বেগমপুর রাস্তার বেহাল দশায় জনজীবন বিপর্যস্ত। মুক্তাদীর আহমদ মুক্তা উপজেলা পর্যায়েরর সকল সড়ক রক্ষনা বেক্ষন সংস্কার উপজেলা পরিষদের নিকট হস্তান্তরের দাবি জানিয়ে বলেন, জনপ্রতিনিধিদের সমন্ধয়ে সড়কগুলোর কাজ বাস্তবায়ন হলেও অনেকটা সুফল পাওয়া যেত। এছাড়াও সংষ্কার কাজ উপজেলা পরিষদের নিকট হস্তান্তরিত থাকলে জনদুর্ভোগ কমে আসত।
জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন জরুরী ভিত্তিতে রাস্তাগুলো মেরামতের ব্যবস্থা গ্রহনের আহ্বান জানিয়ে বলেন, কাজের মান যদি ঠিক থাকতো তাহলে এতো অল্প সময়ে রাস্তার এমন দশা হতো না। তিনি দ্রুত জনদুর্ভোগ লাঘবে পদক্ষেপ নিতে দাবি জানান।
পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোর পাশাপাশি রসুলগঞ্জ-মীরপুর সড়কটি দ্রুত মেরামতের দাবি জানান।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, বর্তমান অর্থ বছরে উল্লেখিত রাস্তাগুলো পূনাঙ্গভাবে মেরামত করা হবে। জরুরী ভিত্তিতে কিছু কাজ করার জন্য উর্দ্বতন কর্তৃপক্ষ বরাবরে আবেদন করেছি। এছাড়াও তিনি বৃষ্টির কারণে কাজ করা যাচ্ছে না বলেও মন্তব্য করেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির জগন্নাথপুর ‍টুয়েন্টিফোর ডটকম কে বলেন, উপজেলা পরিষদের মাসিক সভায় উপজেলা গুরুত্বপূর্ণ সড়কগুলো সংষ্কারের বিষয়ে আলোচনা হয়েছে। উপজেলা প্রকৌশলীকে দ্রুত এবিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এছাড়াও তিনি উপজেলার গুরত্বপূর্ণ সড়কের সংষ্কার কাজ উপজেলা পরিষদে হস্তান্তরের বিষয়ে ভাইস চেয়ারম্যানের প্রস্তাবটি লিখিত আকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে বলে জানান।

Exit mobile version