Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে হাসপাতালে করোনা প্রতিরোধে সরঞ্জাম প্রদান

স্টাফ রিপোর্টার::
করোনাভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর এর হাতে চিকিৎসা সরঞ্জাম হিসেবে চিকিৎসকদের সুরক্ষা পোশাক, হ্যান্ড স্যানিটাইজার,হ্যান্ড গ্লালাভস মাক্স,ডেটলসহ বিভিন্ন ধরনের সামগ্রী তুলে দেন। এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহ্ফুজুল আলম মাসুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, সাংবাদিক আব্দুল হাই,অমিত দেব,আলী আহমেদ, শিক্ষক সাইফুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, উপজেলা পরিষদের অর্থায়নে করোনাভাইরাস মোকাবিলায় কাজ করতে চিকিৎসকদের ব্যবহারের জন্য সরঞ্জাম প্রদান করা হয়েছে।

Exit mobile version