Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি ‘ছাদ মাষ্টার’ ও বিএনপি নেতা রাজা মিয়া জামিনে মুক্তি

জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি,বিশিষ্ট শিক্ষানুরাধী আবু হোরায়রা সাদ মাষ্টার ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডা: রাজা মিয়া জামিনে মুক্তি পেয়েছেন।
গতকাল সুনামগন্জ জজ আদালত থেকে জামিন পান উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার ও সুনামগন্জ জুডিশিয়ান ম্যাজিষ্ট্রেট আদালত থেকে জামিন দেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডা: রাজা মিয়া।
আসামীদের পক্ষে আইজীবি ছিলেন জেলা আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মল্লিক মঈন উদ্দিন সুহেলের নেতৃত্বে কয়েকজন আইনজীবি।
ওই দিন সন্ধ্যায় সুনামগন্জ জেলা কারাগার ফটকে তাদেরকে ফুলের মালা দিয়ে বরন করে নেন ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুনামগন্জ জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী মিজান।এ সময় উপস্থিত ছিলেন সুনামগন্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি, সুনামগন্জ জেলা বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট আইনজীবি মল্লিক মঈন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, উপজেলা বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম রানা, উপজেলা বিএনপির সদস্য নওসের আহমেদ, সুনামগন্জ জেলা যুবদলের সহসভাপতি, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল হাশিম ডালিম, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তুতিসহ দলীয় নেতাকর্মী।
প্রসঙ্গত, নাশকতার মামলায় গত ১৫ ডিসেম্বর রাতে জগন্নাথপুর থানা পুলিশ বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টারকে নিজ বাসা থোক গ্রেফতার করে। এছাড়া ২৮ ডিসেম্বর সন্ধ্যায় বিএনপি নেতা ডা: রাজা মিয়াকে গ্রেফতার করা হয়।

Exit mobile version