Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর

আজহারুল হক ভূঁইয়া শিশু :: জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দ করেছে স্বাস্থ্য মন্ত্রনালয়। রবিবার আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামস উদ্দিন এর হাতে নতুন এই অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। এসময় সুনামগঞ্জের সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম, উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জহিরুল ইসলাম, ডাঃ মধু সুদন ধরসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা আওয়ামীলীগ সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, প্রচার সম্পাদক আব্দুল জব্বার,সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, ভারপ্রাপ্ত পৌর মেয়র সফিক মিয়া,কাউন্সিলর গিয়াস উদ্দিন, কাউন্সিলর দেলোয়ার হোসাঈন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন সেক্রেটারী আবুল হোসেন লালন, উপজেলা যুবলীগ নেতা শিক্ষক সাইফুল ইসলাম রিপন,ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম, কল্যাণ কান্তি রায় সানী,আব্দুল মুকিত,আবু হেনা রণিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় মন্ত্রী এম এ মান্নান বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবার মানন্নোয়নে নিরলসভাবে কাজ করছে। সবাইকে আন্তরিকতার সহিত বর্তমান সরকারের ভিশন বাস্তবায়নে কাজ করে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী। এসময় সুনামগঞ্জের সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম বলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর জোর সুপারিশের ফলে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স বরাদ্দ পাওয়া গেছে। তিনি অপ্রতুল বরাদ্দের মধ্যেও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স বরাদ্দ পাওয়ায় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।িউল্লেখ্য দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্স না থাকায় জরুরী প্রয়োজনে রোগীদেরকে বিড়ম্বনায় পড়তে হয়। নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দ পাওয়ায় দুর্ভোগ দুর হবে।

Exit mobile version