Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিসি ক্যামেরায় আওতায় এলে প্রবাসির অর্থায়নে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউ-কের সাবেক সাধারণ সম্পাদক জগন্নাথপুরের মিরপুর এলাকার বাসিন্দা লন্ডন প্রবাসি আঙ্গুর মিয়ার ব্যক্তিগত অর্থায়নে জগন্নাথপুর উপজেলার প্রায় ৪ লাখ মানুষের একমাত্র সরকারি হাসপাতালটি সিসি ক্যামেরায় আওতাভুক্ত হলো।

গতকাল মঙ্গলবার এ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুদন ধরের সভাপতিত্বে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের সভাপতি তাহের কামালী, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ, সিনিয়র সহসভাপতি তছির আলী, মিয়া, তছির আলী প্রমুখ।

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের সভাপতি তাহের কামালী জানান, আমাদের সংস্থার সাবেক সম্পাদক মিরপুরের সন্তান যুক্তরাজ্য প্রবাসি আঙ্গুর মিয়ার নিজের অর্থায়নে ্উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি সর্স্পূন সিসি ক্যামেরায়র আওতায় এসেছে। এতে প্রায় দুই লাখ টাকা ব্যয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর ও বাহিরে ১৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মবর্র্তা ডা: মধু সুদন ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথমবারের মতো আমাদের প্রবাসি ভাইয়ের অর্থায়নে হাসপাতালটি সিসি ক্যামেনার নিয়ন্ত্রনে এসেছে। ফলে অপরাধ নিয়ন্ত্রনের পাশাপাশি নিরাপদে চিকিৎসা সেবা মিলবে স্বাস্থ্য কেন্দ্রে।

Exit mobile version