Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহ বুথ স্হাপন ও স্বাস্থ্য সামগ্রী প্রদান

স্টাফ রিপোর্টার –
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নমুনা সংগ্রহের বুথ স্হাপন ,ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের জন্য করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে নমুনা সংগ্রহ বুথ উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, স্থানীয় সরকার প্রকৌশলী গোলাম সারোয়ার, মেডিকেল অফিসার ডা. শারমিন আরা আশা, ডা. সায়খুল ইসলাম, ডা. নাজমুল সাজ্জাদ, ডা. মহিউদ্দিন, ডা. খোকন চন্দ্র সাহা, ডা. সুপ্রিয়া রায়, ডা. লুবনা আক্তার প্রমুখ পরে জগন্নাথপুরে করোনা মোকাবিলায় জগন্নাথপুর উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসূদন ধরের হাতে স্বাস্থ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সামগ্রীগুলোর মধ্যে রয়েছে ৮টি অক্সিজেন সিলিন্ডার ও ২৪টি নেবুলাইজার মেশিনসহ বিভিন্ন স্বাস্থ্যসামগ্রী।

Exit mobile version