Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর কেন্দ্রীয় শ্রীমন্দিরের উন্নয়নে মন্ত্রী এম এ মান্নানের সাথে মন্দির কমিটির নেতাদের বৈঠক

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা সদরের কেন্দ্রীয় শ্রীমন্দির জগন্নাথ জিউর শ্রীমন্দিরের উন্নয়নে মন্দির পরিচালনা ও শ্রীমন্দির বাস্তবায়ন কমিটির নেতারা অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের সাথে বৈঠক করেছেন। বুধবার সকালে মন্ত্রীর বেইলিরোডের বাসভবনে এবৈঠক অনুষ্ঠিত হয়। এসময় মন্ত্রী এম এ মান্নান কেন্দ্রীয় শ্রীমন্দিরের উন্নয়নে যথাসাধ্য কাজ করার প্রতিশ্রুতি দেন। বৈঠককালে মন্দির কমিটির পক্ষে উপস্থিত ছিলেন,জগন্নাথ জিউর শ্রীমন্দির পরিচালনা কমিটির সভাপতি সুধাংশু শেখর রায় বাচ্ছু, সহ-সভাপতি প্রদীপ সূত্রধর,হীরা লাল দে, সাধারণ সম্পাদক বিজন কুমার দে,কোষাধ্যক্ষ শশী কান্ত গোপ ও শ্রীকৃ্ষ্ণচৈতন্য সেবা সংঘের সাধারণ সম্পাদক মন্দির বাস্তবায়ন কমিটির সদস্য অমিত দেব। সভায় মন্দির কমিটির নেতারা স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এর সহায়তায় ইতিমধ্যে ৫ লাখ টাকা বরাদ্দ মঞ্জুর হওয়ায় মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, কেন্দ্রীয় শ্রীমন্দিরের উন্নয়নে মন্ত্রীর আরো সহযোগীতা প্রয়োজন। যা উপজেলার সনাতনধর্মালম্বীদের অন্যতম দাবি। মন্ত্রী এম এ মান্নান এসময় মন্দিরের উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়ে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে মন্দিরের উন্নয়নে একটি প্রকল্প সুনামগঞ্জ জেলা পরিষদের মাধ্যমে প্রাক্কলন প্রস্তুতের নির্দেশ দিয়ে তা বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবরে সুপারিশ করেন। এছাড়াও মন্দির কমিটির নেতারা যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ম সচিব প্রশাসন ও অর্থ জগন্নাথপুরের কৃতি সন্তান শিশির রায় এর সাথে দেখা করে মন্দিরের উন্নয়নে সহযোগিতা কামনা করলে তিনিও মন্দিরের উন্নয়নে সহায়তার আশ্বাস দেন।

Exit mobile version