Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশে টনক নড়ছে সওজের- রানীগঞ্জের ফেরী চালু করতে কাজ শুরু

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীতে এক সপ্তাহ ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় জনদুর্ভোগের বিষয়ে জগন্নাথপুর টুয়েন্টিফোরডটকম এ সংবাদ প্রকাশিত হলে সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের টনক নড়ে। বুধবার সওজের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমীন সরেজমিনে ঘটনাস্থল পরির্দশন করে ফেরী চলাচল চালু করতে কাজ শুরুর নির্দেশ দেন। রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মজলুল হক বলেন, গত এক সপ্তাহ ধরে কুশিয়ারার পানি বৃদ্ধি পাওয়ায় ফেরিঘাট পানিতে নিমজ্জিত হয়ে যাওয়ায় ফেরী চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে জনদুর্ভোগ চরমে উঠে। বিষয়টি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমসহ সংবাদপত্রে প্রকাশিত হলে সওজ কর্তৃপক্ষ উদ্যোগী হন।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমীন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, আমরা ফেরি চালু করতে কাজ শুরু করেছি। আগামীকালের মধ্যে ফেরীপারাপার চালু হবে।

Exit mobile version