Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর ডিগ্রি কলেজে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় ৪৫তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়। সকাল ৮.৩০ ঘটিকায় অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রী সহ কলেজের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয় এবং সকাল ৯.০০ ঘটিকায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন অধ্যক্ষ আলহাজ্জ আব্দুন নূর। এর আগে কলেজ অধ্যক্ষ আব্দুন নূরের নেতৃত্বে কলেজের প্রভাষক নিয়াজ আহমদ ও প্রভাষক অশেষ কান্তি দে সহ শিক্ষক শিক্ষাথীরা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। এরপর সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রভাষক মোঃ নিয়াজ আহমেদ এর পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন চেনেল আই “বাংলার গান” অনুষ্ঠানের দশ জনের একজন জগন্নাথপুরের কৃর্তি মেয়ে ঝুমু, ভয়েস স্টারের কাসেম মিয়া, দ্বাদশ শ্রেণীর ছাত্র আমজাদ হোসেন, ডিগ্রির ছাত্র জুনাইদ আহম্মেদ, শিশু শিল্পী তানিয়া দেওয়ান, আরও অনেকে।

Exit mobile version