Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর ডিগ্রী কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তির দলিল হস্তান্তর

স্টাফ রিপোর্টার:; সরকারী সিদ্ধান্ত মোতাবেক জাতীয় করণের লক্ষ্যে জগন্নাথপুর ডিগ্রী কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তি রোববার অস্থান্তর করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রনালয়ের সচিব বরাবরে জগন্নাথপুর সাব রেজিষ্টার অফিসে আনুষ্ঠানিকভাবে রেজিষ্টি দলিলমুলে কলেজের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি অস্থান্তর করা হয়। কলেজের পক্ষে জগন্নাথপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.টি এম নুরুল মোক্তাকীন জগন্নাথপুর উপজেলা সাবরেজিষ্টার মোঃ আনছার উদ্দিনের মাধ্যমে দলিল সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ বরাবরে হস্তান্তর করেন। এসময় জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কলেজ পরিচালনা কমিটির সদস্য ডাঃ আব্দুল আহাদ, দিলোয়ার হোসেন,আব্দুস শহিদ,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত কুমার রায়,জগন্নাথপুর প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কলেজের সহকারি অধ্যাপক পান্ডব চন্দ্র দাস,জাহিদুল ইসলাম, মনোরঞ্জন তালুকদার, প্রভাষক বিজিত বৈদ্য,আবুল কালাম আজাদ,আব্দুর রউফ,আব্দুল কাহার,ফয়ছল কবির, ফজলুল কাদের চৌধুরী,সুরঞ্জিত কুমার সেন,নিয়াজ আহমদ,অশেষ কান্তি দে,আব্দুল বাতেন, নিশি কান্ত দাস, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম,মুহিবুর রহমান লিটু,রাজিব রাজ,সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
দলিল হস্তান্তর শেষে জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তের কারণে সারাদেশের ২৮৫টি কলেজ জাতীয়করনের জন্য চুড়ান্ত মনোনয়ন লাভ করে। যারমধ্যে জগন্নাথপুর ডিগ্রী কলেজ থাকায় আমরা অত্যন্ত আনন্দিত। এজন্য তিনি জগন্নাথপুর উপজেলাবাসীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে আন্তরিক অভিবাদন জানিয়ে বলেন, জগন্নাথপুরের উচ্চ শিক্ষার প্রসারে জাতীয়করনকৃত জগন্নাথপুর ডিগ্রী কলেজ মাইলফলক হিসেবে কাজ করবে। তিনি স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরের মাধ্যমে জাতীয়করনে কার্যক্রম অগ্রসর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Exit mobile version