Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুন নুরের বিদায় সংবর্ধনায় এম এ মান্নান -প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বিকল্প নেই

স্টাফ রিপোর্টার:অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন,আওয়ামীলীগ সরকারের আট বছরের শাসনামলে বাঙ্গালী জাতীর জীবনে সবচেয়ে বেশী উন্নয়ন হয়েছে। আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জীবনযাত্রার মানন্নোয়নে অভূতপূর্ব সফলতা অর্জন করেছে। তিনি বলেন,বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনা বিশ্বের অন্যতম সফল নেত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনা করছে। মন্ত্রী বলেন,জগন্নাথপুর ডিগ্রী কলেজে ৩১ বছর ধরে অধ্যক্ষ হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করে আব্দুন নূর শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জগন্নাথপুরের সন্তান হিসেবে তাকে জগন্নাথপুরের শিক্ষা সংস্কৃতি স্বাধীনতার চেতনাকে বাস্তবায়নে আমাদের সাথে থেকে কাজ করতে হবে।তিনি রবিবার জগন্নাথপুর ডিগ্রী কলেজের আয়োজনে অধ্যক্ষ আব্দুন নুর এর বিদায় সংবর্ধনা অনুষৃটানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জগন্নাথপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও প্রভাষক প্রতিভা রানী দাশের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমদ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকল হোসেন,ইউএনও মাসুৃম বিল্লাহ,ওসি তদন্ত মঈন আহমদ,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,কলেজের দাতা সদস্য আবরু মিয়া,কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্দুল আহাদ,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান,প্রভাষক বিজিত বৈদ্য প্রমুখ পরে বিদায় অধ্যক্ষ আব্দুন নূর কে ক্রেষ্ট ও উপহার প্রদান করেন কলেজের শিক্ষকদের পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম,প্রভাষক বিজিত বৈদ্য,প্রভাষক অশেষ কান্তি দেব প্রমুখ

Exit mobile version