Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর ডিগ্রী কলেজে সিনিয়র-জুনিয়র নিয়ে হামলায় এক শিক্ষার্থী আহত

স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জের জগন্নাথপুর ডিগ্রী কলেজের দুই শিক্ষার্থীর মধ্যে সিনিয়র- জুনিয়র নিয়ে কথাকাটাকাটির জের ধরে বুধবার এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত শিক্ষার্থী জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জগন্নাথপুর থানা পুলিশ ও ডিগ্রী কলেজের শিক্ষার্থী সূত্র জানায়, জগন্নাথপুর ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামের শরিফ আহমদ এর সঙ্গে একাদশ শ্রেণীর ছাত্র মারজান হোসেন এর মধ্যে গত সোমবার কলেজ ক্যাম্পাসে জুনিয়র-সিনিয়র নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় কলেজের অন্য শিক্ষার্থীরা দু জনকে সরিয়ে দেন। এ ঘটনার জের ধরে গতকাল বুধবার দুপুরে শরিফ আহমদ এর পক্ষ নিয়ে ওই কলেজের একাদশ শ্রেণীর ছাত্র হবিবপুর গ্রামের আবদুল কাদিরের ছেলে রাসেল আহমদের নেতৃত্বে কয়েকজন যুবক পৌর শহরের বটেরতলা এলাকায় তকব্বুর মিয়ার ছেলে মারজান হোসেনের ওপর অর্তকিত হামলা চালায়। এতে মারজান গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আশরাফুল আলম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জুনিয়ন-সিনিয়র নিয়ে দ্বন্ধের জের ধরে এক শিক্ষার্থী আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এঘটনায় লিখিত অভিযোগ পেলে আমরা আইনানুগ পদক্ষেপ নিব।
জগন্নাথপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজ ক্যাম্পাসের বাহিরে দুই শিক্ষার্থীর মধ্যে মধ্যে পূর্ব বিরোধের জের ধরে হামলায় একজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পেয়েছি।

Exit mobile version