Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর ডিগ্রী কলেজের তিন শিক্ষার্থীর ব্যতিক্রমী ইফতার আয়োজন

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর ডিগ্রী কলেজের তিন শিক্ষার্থীর ব্যতিক্রমী উদ্যোগ। সোমবার জগন্নাথপুর উপজেলা সদরের দরিদ্র অসহায় প্রতিবন্ধী ও ছিন্নমুল শিশুদের সন্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করে। ব্যতিক্রমী এই ইফতার মাহফিলে তাঁরা নিজেরাই নিজেদের অর্থে উন্নত মানের ইফতার দিয়ে সবার সাথে বসে ইফতার মাহফিলে অংশ নেয়। ব্যতিক্রমী এই ইফতার মাহফিলের আয়োজক জগন্নাথপুর ডিগ্রী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী রণি রাজ,মনিকা আক্তার ও মবিয়া তালুকদার। তাদেরকে সার্বিক সহযোগীতা করেন সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী কনিকা আক্তার। উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামের বারান্দায় ইফতার মাহফিলে ১১৪ জন প্রতিবন্ধী,দরিদ্র অসহায় ও ছিন্নমুল শিশু অংশ নেন। এছাড়াও ব্যতিক্রমী এই ইফতারে উপস্থিত ছিলেন সমাজকর্মী লাহিন আহমদ,হুমায়ুন আহমদ,ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, জগন্নাথপুর আর্টস্কুলের পরিচালক জুনায়েদ আহমদ সজল,সাইদুর রহমান,মোশারফ হোসেন,বাবু আহমেদ প্রমুখ।
IMG-20160627-WA0004--- আয়োজকদের একজন জগন্নাথপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থী রণি রাজ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, আমরা তিনজন মিলে নিজেদের উদ্যোগে এলাকার প্রতিবন্ধী অসহায়,দরিদ্র ছিন্নমুল মানুষদেরকে খুঁজে বের করে দাওয়াত দিয়ে তাদের নিয়ে ইফতার করি। আমাদের এই আয়োজন দেখে আরো তিন জন ব্যক্তি তাদেরকে ইফতার করানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে প্রতিদিন জগন্নাথপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হলেও এসব ইফতার মাহফিলে সুবিধা বঞ্চিত এসব মানুষ উপেক্ষিত থাকেন। এসব অনুভূতি থেকে এই আয়োজন।

Exit mobile version