Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর থানার এসআই অনিকসহ আক্রান্ত চারজন হোম আইসোশনে

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনাভাইরাসে আক্রান্ত  চারজন কে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

আজ সোমবার  ( ১৪ সেপ্টেম্বর) জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের একটি মেডিকেলটিম আক্রান্ত ব্যক্তিদের  প্রাথমিক পরীক্ষা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে  হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেন। এবং পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টাইনের আইন মানার জন্য নির্দেশনা দেয়া হয়।

নতুন আক্রান্ত ব্যক্তিরা হলেন জগন্নাথপুর থানার এসআই অনিক দেব এবং অপর তিনজন হলেন পৌরসভার বাসুদেববাড়ির বাসিন্দা।

গতকাল রোববার  (১৩ সেপ্টেম্বর ) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৯ জন। এরমধ্যে নতুন ৪জনসহ মোট সুস্থ হয়েছেন নতুন ১৪৩ জন। অপর আক্রান্ত ১৬ জন হোম আইসোলেশনে আছেন।

Exit mobile version