Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর থানার ওসির দায়িত্ব পালন করবেন মাইনুল জাকির

স্টাফ রিপোর্টার- প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে এক প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে থানার ওসি আসাদুজ্জামানকে রবিবার জগন্নাথপুর থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক পুলিশ সুপার এই ব্যবস্থা নিয়েছেন। নির্বাচন পর্যন্ত এখন থানার ওসির দায়িত্ব পালন করবেন ওসি (তদন্ত) খান মোহাম্মদ মাইনুল জাকির।
জানা যায়, জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সরকার দলীয় প্রার্থী আব্দুল মনাফ থানার ওসি আসাদুজ্জামানের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী শাহ নূরুল করিমের পক্ষে কাজ করছেন বলে নিবার্চন কমিশনে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ওসি আসাদুজ্জামানকে থানা থেকে প্রত্যাহার করা হয়।
পুলিশ সুপার হারুন অর রশিদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, জগন্নাথপুর ওসি আসাদুজ্জামানকে প্রত্যাহারের সতত্যা স্বীকার করে বলেন,‘জগন্নাথপুর থানার ওসির বিরুদ্ধে একজন মেয়র প্রার্থী নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক রবিবার তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।’ এখন দায়িত্ব পালন করবেন থানার ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির

Exit mobile version