Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর থানার ওসি হারুনূর রশীদ চৌধুরী কে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর থানার অফিসার ইনর্চাজ মোহম্মদ হারুনূর রশীদ চৌধুরীকে সবংর্ধনা দেয়া হয়েছে। আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় আইজিপি ব্যাজ পদক সহ ৬ষ্ট বার সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনর্চাজ হওয়ায় জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্যে বসবাসরত ম্যাজিস্টেট সুয়েব আহমদ তালুকদার কর্তৃক প্রতিষ্ঠিত মনাই মিয়া ও মাষ্টার মন্তেশ্বর আলী ফাউন্ডেশন এর উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর বাসিন্দা যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পীকার ডেভলাপম্যান্ট কমিটির চেয়ারম্যান কাউন্সিলর আব্দুল মুকিত চুনু এমবিই। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আকমল খান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দিলোয়ার হোসেন, জগন্নাথপুর ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুর রউফ, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্টাতা ট্রাস্টি মো: আব্দুল নুর, সানলাইফ কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক মো: কবির উদ্দিন।
শান্তিনগর হাসপাতাল পয়েন্ট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজী মো: সাজিদুর রহমানের সভাপতিত্বে এবং হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নোমান আহমদের পরিচলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক, নাট্যকার মো: দিলদার হোসেন দিলু, জাপা নেতা মো: দিলু মিয়া, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য মো: আছকন আলী,শান্তি নগর হাসপাতাল পয়েন্ট বাজার কমিটির সেক্রেটারী মো: আব্দুল হান্নান, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট জগন্নাথপুর প্রতিনিধি মো: আব্দুল হাই, সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী হাছনা আক্তার, সপ্তম শ্রেনির ছাত্রী তাহরিমা আক্তার শান্তা প্রমুখ। পরে সংবর্ধিত অতিথি অফিসার ইনর্চাজ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীকে সম্মননা স্মাারক ক্রেষ্ট তুলে দেন অতিথি বৃন্দ।

Exit mobile version