Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর থানায় ১৮ লাখ টাকা প্রতারণার অভিযোগে একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর থানা পুলিশ প্রতারনা ও অর্থ আত্মসাতের মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের আব্দুল মতলিবের ছেলে রহমত আলী (৩০)। পুলিশ ও মামলার বিবরণ সূত্র জানায়, শ্রীধরপাশা গ্রামেরএজাজ মিয়া পরিবারের কাছ থেকে রহমত আলী লন্ডন নেয়ার কথা বলে ১৮ লাখ টাকা নিয়ে টাকা আত্মসাৎ করার ঘটনায় এজাজ মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার রাতে সিলেট শহরের মদীনা মার্কেট এলাকা থেকে জালালাবাদ থানার সহযোগীতায় রহমতকে গ্রেফতার করে। জগন্নাথপুর থানার এস.আই লুৎফুর রহমান বলেন, মামলার এজাহারভূক্ত আসামী হিসেবে রহমতকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠানো হবে। এদিকে রহমত গ্রেফতারের পর তার আত্বীয় স্বজনরা পুলিশের বিরুদ্ধে মোটা অংকের উৎকোচের বিনিময়ে কোন মামলা ছাড়া তাকে গ্রেফতার করা ও শারিরিক নির্যাতনের অভিযোগ করেন। যার প্রেক্ষিতে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জগন্নাথপুর থানায় সরেজমিনে পরির্দশন করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান বলেন, মামলার প্রেক্ষিতে পুলিশ আসামী গ্রেফতার করেছে। অথচ অহেতুক পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

Exit mobile version