Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর, দ.সুনামগঞ্জে বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের খাই হাওর , জামখোলা ও নলুয়ার হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার দরগাপাশা ইউনিয়নের খাই হাওরে আক্তাপাড়া বাজারের পূর্বপাশে ১৫নং প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) উন্নয়ন ও অনুন্নয়ন প্রকল্প, জগন্নাথপুরের নলুয়া হাওরের সাদিপুর বেড়িবাঁধ, ও পরে বিকেল ৪টায় দরগপাশা ইউনিয়নের জামখোলা হাওরের পাইকাপন গ্রামের দক্ষিণে জামখোলা হাওরের ৭নং প্রকল্প বাস্তবায়ন কমিটি(পিআইসি)’র মাধ্যমে নির্মাণাধীন বেড়ি বাঁধ পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশীদ, দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাসেম, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মো. মনির উদ্দিন, পাউবো’র দক্ষিণ সুনামগঞ্জ এসও মো. ফারুক আল মামুন, উপজেলা আওয়ামী লীগ নেতা দিলীপ তালুকদার, আবাব মিয়া, হানিফ আলী, সাংবাদিক হোসাইন আহমদ, সুহেল তালুকদার, পিআইসি সভাপতি পয়েল আহমদ, নজমুদ্দিন সেলিম, সদস্য এওর মিয়া, কবিতা দাস প্রমুখ।

Exit mobile version