Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর- পাগলা সড়কের মজিদপুর বেইলি সেতুতে সড়ক দুর্ঘটনায় আহত ১০

সুহেল হাসান কলকলিয়া থেকে- জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর বেইলী ব্রিজে সুনামগঞ্জ থেকে জগন্নাথপুরের উদ্যোশে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের ধাক্কায় ১০ যাত্রী আহত হয়েছেন। তন্মেধ্যে গুরুতর আহত এক নারীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরাপর আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়,সুনামগঞ্জ বাসষ্টেশন থেকে জগন্নাথপুর উপজেলার উদ্যেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাস জুঁই এন্টার প্রাইজ (নং ১৭৬) গাড়ীটি গতকাল মঙ্গলবার রাতে দ্রুত গতিতে উপজেলা সদরে আসতে গিয়ে মজিদপুর বেইলী ব্রিজে একটি সিএনজি ও টমটম গাড়িকে চাপা দেয়। এতে ১০ জন আহত হন। পরে এলাকাবাসী আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে ছাতক উপজেলার জিয়াপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী আছিয়া বেগম(৬০) নামের নারীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপরাপর আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তন্মেধ্যে হবিবপুর গ্রামের আব্দুল হকের ছেলে মঞ্জু মিয়া (২৬), ছাতক থানার জিয়াপুর গ্রামের আব্দুল কাহারের ছেলে লেফু মিয়া (২৪) ও শিক্ষক নজরুল ইসলাম চৌধুরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তন্মেধ্যে শিক্ষক নজরুল ইসলাম চৌধুরীসহ অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
মজিদপুর গ্রামের বাসিন্দা সমাজকর্মী এমদাদুর রহমান সুমন জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলো কলকলিয়াতে এসে দ্রুত গতিতে উপজেলা সদরে পৌঁছার চেষ্ঠা করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। যে কারণে এ দুর্ঘটনা ঘটেছে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আবুল হাসান জানান, বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন চিকিৎসা নিয়েছেন। তন্মেধ্যে গুরতর আহত এক নারীর পা ভেঙ্গে গেছে বলে মনে হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাপর আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

Exit mobile version