Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর পুজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল দেব আর নেই-শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি জগন্নাথপুর পৌর এলাকার বাড়ী জগন্নাথপুর মহাজনবাড়ীর বাসিন্দা শংকর লাল দেব গতরাত বারটা দশ মিনিটে হৃদযন্ত্রের ক্রীয়াবন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ সকালে পারিবারিক শশ্মানঘাটে তাঁর শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসন্তান ও এক মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজনগুনগাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি নুরুল ইসলাম, বর্তমান সভাপতি আকমল হোসেন,সহ-সভাপতি পৌর মেয়র আব্দুল মনাফ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি বীরেন্দ্র কুমার দেব,সাধারণ সম্পাক সুধাংশু শেখর রায় বাচ্ছু,সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র,উপজেলা পূজা উদযাপন পরিষদ সহ-সভাপতি সতীশ গোস্বামী,সাধারণ সম্পাদক প্রনব কুমার বণিক, সাংগঠনিক সম্পাদক বিভাস দে, শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সংঘের সাধারণ সম্পাদক অমিত দেব,পাটলী ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সিরাজুল হক,আব্দুল কাইয়ুম মশাহিদ,্ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত রায়,লুৎফুর রহমান,সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা,প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদ পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি সাইফুল ইসলাম রিপন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, প্রচার সম্পাদক আজহারুল হক ভূইয়া, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম, রোমেন আহমদ,সানী রায়, আব্দুল মুকিত, পুজা উদযাপন পরিষদের পৌর সভাপতি প্রদীপ সূত্রধর, সাধারণ সম্পাদক হীরা মোহন দেব,পুজা উদযাপন পরিষদ নেতা শশী কান্ত গোপ,প্রদীপ দে, দেবাশীষ তালুকদার প্রমুখ উল্লেখ্য তিনি জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী বিজন কুমার দেবের জ্যোটাত্বো ভাই ও জগন্নাথপুর পৌর যুবলীগ নেতা সুজিত কুমার দেবের পিতা। সকালে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে তাঁর মরদেহে পুস্পস্তর্বক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Exit mobile version