Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর পৌরশহরে বৃষ্টিতে ঘর-বাড়ি-দোকানপাট নিমজ্জিত

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌরশহরে ভারি বর্ষণে ঘর বাড়ীসহ প্রায় দেড় শতাধিক দোকানপাট পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। ফলে চরম দূর্ভোগ পোহাতে হয় মানুষজনকে।

শুক্রবার ভোর রাত থেকে ভারি বর্ষণ হওয়ায় শহরের ইকড়ছই আবাসিক এলাকায় জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের দুই পাশে প্রায় দেড় শতাধিক ব্যবসায়ী পানিতে নিমজ্জত হয়ে পড়ে।

ব্যবসায়ীদের অভিযোগ পানি নিস্কাঃশনের কোন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে বন্যার রূপ নেয় ওই এলাকা।

ওই সড়কের পাশের নিকটস্থ ব্যবসায়ী সিপন আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃষ্টির পানিতে সড়কটি ডুবে গিয়ে আমার দোকানে পানি প্রবেশ করেছে । এ সমস্যায় নিত্যদিনের। বৃষ্টি এলেই দুর্ভোগে পড়তে হয়। সংকট নিরসনে কৃর্তপক্ষ উদাসিণ।

আরেক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, সড়কের ড্রেনটি অচল হয়ে পড়েছে। পৌর কৃর্তপক্ষকে একাধিকবার বিষয়টি জানানো হলেও তারা কোনো পদক্ষেপ গ্রহন করেননি।

ইকড়ছই এলাকাবার বাসিন্দা সায়েক আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃষ্টির পানিতে আমাদের বাড়ি ঘরে ঢুকেছে। ডুবে গেছে বাড়ির যাতায়াতের রাস্তাটি। দিনভর পানিবন্ধ হয়ে থাকতে হয় আমাদেরকে। বৃষ্টি এলেই এমন দূর্ভোগে পড়তে এলাকাবাসীকে।

এদিকে ভারি বর্ষণ শহরের প্রধান ব্যস্ততম এলাকা জগন্নাথপুর টিন্ডটি রোডটি ডুবে গেছে। ওই সড়কে র্দীঘদিন যাবত কোন সংস্কার কাজ না হওয়ায় চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে। ওই সড়কের পাশের ড্রেনটি অকেজো হয়ে পড়ায় পানি নিস্কাঃশন হচ্ছে না। এছাড়া সামান্য বৃষ্টির পানিতে শহরের উপজেলা পরিষদ রোড, থানা রোড, রানীগঞ্জ রোডসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে জনসাধারন।

বকুল গোপ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, শহরে প্রধান সড়কটি অনেকদিন ধরে সংস্কার না হওয়ায় অসংখ্যা খানাখন্দ ও গর্ত সৃষ্টি হয়েছে। এর মধ্যে পানি নিস্কাঃশনের একমাত্র ড্রেনটি ভরাট করে দেওয়া হয়েছে। ফলে অসহনীয় দূর্ভোগর শিকার হচ্ছেন নগরবাসী।

জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-২ সোহেল আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, নাগরিক দূর্ভোগ এড়াতে আমাদের প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে।

Exit mobile version