Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর পৌরশহরে সড়কবাতির উদ্বোধন

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার অর্থায়নে পৌরশহরের সদরে আনুষ্ঠানিকভাবে সড়কবাতির উদ্বোধন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ বিদ্যুতের সুইচ অন করে সড়কবাতির উদ্বোধন করেন। এ সময় প্যানেল মেয়র শফিকুল হক, প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, পৌর কাউন্সিলর খলিলুর রহমান, আবাব মিয়া, দেলোয়ার হোসাইন, গিয়াস উদ্দিন, বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর পৌরসভার মেয়ার আব্দুল মনাফ বলেন, এই প্রথমবারের মতো পৌরশহরের
প্রধান সড়কসহ সদরের বিভিন্ন সড়কে দুইশতাধিক বৈদ্যুতির খুঁটিতে সড়কবাতি
লাগানো হয়েছে। পর্যাক্রমে শহরের সকল সড়কগুলোতে সড়কবাতি লাগানো হবে।

জগন্নাথপুর পৌর পরিষদ ও স্থানীয় নাগরিকরা জানান, ১৯৯৯ সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের প্রচেষ্ঠায় জগন্নাথপুর সদর ইউনিয়নকে পৌরসভায় রপান্তর করা হয়। ২০০২ সালের তৎকালিন জগন্নাথপুর পৌরসভার চেয়ারম্যান মিজানুর রশীদ মিজানের প্রচেষ্ঠায় শহরের
উপজেলা পরিষদ সড়কে ও বাজার এলাকায়

আংশিক সড়কবাতি লাগানো হলেও  কয়েকমাস পর অব্যবস্থাপনার কারণে অকেজো

হয়ে পড়ে। দীর্ঘ ১৯ বছর পর আনুষ্ঠানিকভাবে পৌরশহরে সদরে আলোকবাতি লাগালোর ফলে আলোকিত হলো শহর। এতে খুশি নগরবাসি।

Exit mobile version