Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর পৌরশহর ফাঁকা

স্টাফ রিপোর্টার::
করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় প্রশাসনের কঠোর তত্পরতায় ফাঁকা হয়ে পড়েছে জগন্নাথপুর পৌরশহর।

আজ শুক্রবার দুপুরে সরেজমিন ঘুরে দেখা যায়. জগন্নাথপুর পৌরশহরের প্রধান ব্যস্ততম এলাকায় শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া টিএন্ডটি সড়ক, থানা রোড, রানীগঞ্জ রোড, জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের ইকড়ছই এলাকা, জগন্নাথপুর- সিলেট সড়ক ফাঁকা দেখা গেছে।
দেখা যায়নি লোকজনের সমাগম। ছুঁটির এই দিকে
এসব এলাকা জনশূন্য হয়ে পড়ে। তবে জুম্মার নামাজের জন্য মসজিদগুলোর মুসল্লিদের উপস্থিত ছিল অন্যান্য দিনের মতো। নামাজ আদায় শেষে মুসল্লিরা নিজ নিজ বাসা বাড়ির উদ্যোগে মসজিদ ত্যাগ করে চলে গেছেন।
এদিক স্থানীয় প্রশাসনের নিদেশনায় হক সোমবার সন্ধ্যার পর থেকে জগন্নাথপুর পৌর শহরের দোকানপাট বন্ধ রয়েছে। তবে ঔষধ ও নিত্যপন্যের দোকান খোলা আছি।
সামাজিক দুরুত্ব বজাো্য রাখতে আইন সৃঙ্খলী বাহিনী দিন রাত টহল অব্যাহত রয়েছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, জুরুরী প্রয়োজনে যারা ঘর থেকে বের হবেন তাঁরা অবশ্য মাস্ক ব্যবহার করতে হবে। অপ্রয়োজনে কেউ ঘুরাঘুরি করে তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version