Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর পৌরসভাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা

স্টাফ রির্পোটার :: শনিবার জগন্নাথপুর পৌরসভাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হয়েছে । এ উপলক্ষে পৌর পরিষদের উদ্যোগে দুপুরে শহরে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে পরিষদ মিলনায়তনে প্যানেল মেয়র শফিকুল হকের সভাপতিত্বে ও পৌরসভার প্রকৌশলী স্বতীস গোস্বামীর পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পৌর কাউন্সিল গিয়াস উদ্দিন মুন্না, তাজিবুল ইসলাম, দেলোয়ার হুসাইন, মিনা রানী পাল, নার্গিস ইসমিন, জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রউফ, জগন্নাথপুর র্নাসারি স্কুলের অধ্যক্ষ বিনয় কুমার সরকার, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহানন্দ। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মোঃ ফারুখ আহমদ, মাওলানা ছালেহ আহমদ, মাওলানা নাছির উদ্দিন, মাওলানা তাজুল ইসলাম, প্রনব কুমার বনিক, শিক্ষক মোশারফ হুসেন, যুক্তর‌্যাজ প্রবাসি সাবেক ছাত্রনেতা বজলুর রশিদ ভূইয়া,উপজেলা যুবলীগের সহ সভাপতি মাহবুবুর রহমান ভূইয়া, জগন্নাথপুর বাজার তদারক কমেটির সাধারন সম্পাদক দেলোয়ার হুসেন ,ব্যবসায়ী শশী কান্ত গোপ, হাজী আলা উদ্দিন, আবুল বশর, জাহির মিয়া, প্রমুখ।

একই দিনে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হয়েছে। ইউনিয়নগুলো হচ্ছে কলকলিয়া ইউনিয়ন, পাটলী ইউনিয়ন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন, রানীগঞ্জ ইউনিয়ন ও সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদ।

Exit mobile version