Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর পৌরসভার উন্নয়নে ৫০ কোটি টাকার প্রকল্প

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর পৌরসভায় ৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদ একেনেকে অনুমোদন হওয়ায় পৌর নাগরিকদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। স্থানীয় সংসদ সদস্য অর্থ
ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের বিশেষ সুপারিশে এ প্রকল্পটি একনেকে পাস হয়। খুব শিগগরই ওই প্রকল্পের কাজ শুরু হবে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে জগন্নাথপুর পৌরসভার বিশুদ্ধ পানির জলের সংকট,স্যানিটেশন ও ড্রেইনেজ ব্যবস্থার সংকট দূর হবে।
৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো চলছে কয়েকদিন ধরে।
জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, জগন্নাথপুর পৌরসভায় ট্রিটমেন্ট প্লান্ট স্যানিটেশন.ড্রেইনেজ ব্যবস্থার উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। বাংলাদেশের ২৩টি পৌরসভায় একযোগে ওই প্রকল্পের কাজ চলবে।

Exit mobile version