Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান হারুনুর রশীদ হিরন মিয়া ১৭তম মৃত্যু বার্ষিকী

স্টাফ রিপোর্টার:;জগন্নাথপুর পৌরসভার প্রথম পৌর চেয়ারম্যান হারুনুর রশিদ হিরন মিয়ার ১৭তম মৃত্যু বার্ষিকী শনিবার। এ উপলক্ষে হারুনুর রশিদ হিরন মিয়া স্মৃতি সংসদ ও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন মিলাদ মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠন প্রয়াত এই জনপ্রতিনিধি জগন্নাথপুর সদর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও প্রথম পৌর চেয়ারম্যান ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘদিন তিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুর পর তাঁর জ্যেষ্ট ছেলে মিজানুর রশীদ ভূঁইয়া জগন্নাথপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। উল্লেখ্য জগন্নাথপুর পৌরসভার প্রথমনির্বাচিত চেয়াররম্যান নির্বাচিত হওয়ার মাত্র কদিন পরেই ২০০০সালের ২ ডিসেম্বর আকস্মিক হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে আকস্মিকভাবে মৃত্যু বরণ করেন। মৃত্যুর প্রয়াত দুই জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ ও সুরঞ্জিত সেন গুপ্তসহ জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ মরহুমের লাশ কাধে শোক সহানুভূমি প্রকাশ করেন।
হারুনুর রশিদ হিরন মিয়া পুত্র হাসিনুর রশিদ ভূঁইয়া জানান,পারিবারিকভাবেও মৃত্যু বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচীর পাশাপাশি আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়েছে। এতে প্রবীণ রাজনীতিবীদ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ প্রধান অতিথি হিসেবে স্মরণ সভায় বক্তব্য রাখেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

Exit mobile version