Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর পৌরসভার প্রস্তাবিত বাজেট পেশ

আজহারুল হক ভূঁইয়া শিশু:: জগন্নাথপুর পৌরসভার ২০১৬-২০১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। শনিবার বিকেলে জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ আনুষ্ঠানিকভাবে বাজেট পেশ করেন। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকা ও উন্নয়ন আয় ধরা হয় ৩৩ কোটি ৫০ লাখ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয় ১ কোটি ৪৮ লাখ ৩০ হাজার টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয় ৩৩ কোটি ৫০ লাখ টাকা। রাজস্ব উদ্বৃত্ত ধরা হয় ৩ লাখ ৫০ হাজার টাকা। বাজেট ঘোষনা উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ। কাউন্সিলর দেলোয়ার হোসাঈন ও প্যানেল মেয়র সুহেল আহমদ এর যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, কলকলিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাশিম,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব মানস রঞ্জন রায়, পৌর সভার প্যানেল মেয়র সফিক মিয়া, সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আবাব মিয়া। অন্যানের মধ্যে মুক্ত আলোচনায় অংশ নেন জগন্নাথপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হক, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র,সমাজসেবী নিকুঞ্জ বৈদ্য, ডিডরাইটার সমিতির সভাপতি বজলুর রশীদ চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ছালিক আহমদ ডন, ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত। কুরআন তেলওয়াত করেন হাফিজ নাসির উদ্দিন,গীতা পাঠ করেন প্রকৌশলী সতীশ গোস্বামী। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর সচিব মোবারক হোসেন, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, তাজিবুর রহমান, খলিলুর রহমান, মামুন আহমদ, দ্বীপক কুমার গোপ, সংরক্ষিত মহিলা মীনা রানী পাল, আয়ারুন নেছা, নার্গিস ইয়াসমিন,পৌর কর্মকর্তা এলাইছ মিয়া, রশিদ আলী, আব্দুস সালাম, রঞ্জিত দাশ, বিমল বণিক, বাজার বণিক সমিতির সহ-সভাপতি জাহির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা ফিরোজ আলী, আবুল কাশেম, ব্যবসায়ী শশী কান্ত গোপ, সেলিম আহমদ প্রমুখ। বাজেট পেশকালে জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ বলেন, পৌর নাগরিকদের সহযোগীতা নিয়ে পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তরিত করার মাধ্যমে নাগরিকদের জীবনযাত্রার মানন্নোয়নে কাজ করতে চাই। তিনি স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীসহ সকলের সহযোগীতা কামনা করেন।

Exit mobile version