Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর পৌর নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী শুন্য ‘ইকড়ছই’হতাশ এলাকাবাসী

আজিজুর রহমান আজিজ- স্বাধীনতার ৪৪ বছর পর প্রথমবারের স্থানীয় কোন নির্বাচনে এবারই প্রথম প্রার্থী শুন্য জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই গ্রাম নিয়ে গঠিত ৭নং ওয়ার্ড। (ইকড়ছই, ভবানীপুর ও যাত্রাপাশা) ওই তিন ওয়ার্ড নিয়ে গঠিত পশ্চিাঞ্চলের বাসিন্দাদের মধ্যে মেয়রপদে এবার কোন প্রার্থী না থাকয় ওই এলাকার ভোটার ও কর্মী সমর্থকদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। দেশ স্বাধীনের পর পঞ্চায়েত চেয়ারম্যান হিসেবে ইকড়ছই গ্রামের হারুনুর রশীদ জনপ্রতিনিধি হিসেবে নিজের নাম লেখান। তারপর থেকে ২০০১ সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে তিনি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করেন। এবার প্রথম ইকড়ছই সহ ওই তিন ওয়ার্ড থেকে কোন প্রার্থী নেই মেয়রপদে। পৌরবাসী জানান, এক সময়ের ¯্রােতসীনি নলজুর নদী জগন্নাথপুর পৌরসভাকে দুইপাড়ে বিভক্ত করে রেখেছে। নদীর পূর্বাঞ্চলে রয়েছে জগন্নাথপুর উপজেলা পরিষদসহ জগন্নাথপুরগ্রামসহ ছয়টি ওয়ার্ডের জগন্নাথপুর, বাড়ী জগন্নাথপুর, হবিবপুর,কেশবপুর,লুদরপুর,ইসাকপুর ওয়ার্ড। আর পশ্চিমাঞ্চলে রয়েছে ইকড়ছই.ভবানীপুর ও যাত্রাপাশা গ্রাম নিয়ে তিনটি ওয়ার্ড। জগন্নাথপুর বাজার ও জগন্নাথপুর থানা রয়েছে ওই ৭ নং ওয়ার্ডে। দেশ স্বাধীনের পর থেকে প্রতিটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইকড়ছই গ্রামের হিরন মিয়া ও হবিবপুর গ্রামের আছাব মিয়ার মধ্যে তীব্র ভোটের লড়াই চলে আসছিল। ১৯৯৯সালে জগন্নাথপুর সদর ইউনিয়নকে পৌরসভায় রূপান্তরিত করা হলে প্রথম পৌর নির্বাচনে ইকড়ছই গ্রামের হারুনুর রশীদ হিরন মিয়া চেয়ারম্যান নির্বাচিত হন। অল্পদিনের মধ্যে তিনি মৃত্যু বরণ করলে তার ছেলে মিজানুর রশীদ চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৬ সালের নির্বাচনে মিজানুর রশীদকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন হবিবপুর গ্রামের আব্দুল মনাফ। পরের নির্বাচনে আব্দুল মনাফকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন একই গ্রামের সন্তান আক্তার হোসেন। এ নির্বাচনে মিজানুর রশীদ প্রার্থী না হলেও পশ্চিমাঞ্চলের তিন ওয়ার্ড থেকে প্রার্থী হন আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান, শামীম আহমদ ও আব্দুল হান্নান। এবার নির্বাচনে এ তিন ওয়ার্ড থেকে প্রার্থী হতে তৎপরাতা চালান তিন আওয়ামীলীগ নেতা মিজানুর রশীদ, লুৎফুর রহমান ও আব্দুল হান্নান। সর্বশেষ মিজানুর রশীদকে আওয়ামীলীগের প্রার্থী ঘোষনা দিয়ে লুৎফুর রহমান ও আব্দুল হান্নানকে নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত রাখা হয়। কিন্তুু কেন্দ্রীয় আওয়ামীলীগের পার্লামেন্টারী বোর্ড মিজানুর রশীদকে আওয়ামীলীগের প্রার্থী বাদ দিয়ে আব্দুল মনাফকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষনা দিলে মিজানুর রশীদও দলের বিপক্ষে গিয়ে স্বতন্ত্র নির্বাচন থেকে বিরত থাকেন। যে কারণে পশ্চিমাঞ্চল হয়ে যায় প্রার্থী শুন্য। প্রথমবারের মতো ইকড়ছই,ভবানীপুর ও যাত্রাপাশা শেরপুর থেকে কোন প্রার্থী না থাকায় এ তিন ওয়ার্ডের লোকজন হতাশ হয়ে পড়েন। নির্বাচনী মাঠ নিরুত্তাপ হয়ে উঠে। জগন্নাথপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড বাসিন্দা ক্রীড়া সংগঠক মাহবুবুর রহমান বলেন, এই প্রথমবারের মতো স্থানীয় নির্বাচনে আমাদের এলাকা থেকে প্রার্থী না থাকায় আমরা হতাশ। প্রতিটি নির্বাচনে আমাদের এলাকা থেকে প্রার্থী থাকায় নির্বাচন হয়ে উঠত প্রান্তবন্ত। দীর্ঘদিনের জনপ্রতিনিধি হিসেবে আমাদের এলাকার গৌরব ছিল তা এখন ভূলন্টিত হতে যাচ্ছে। ৮ নং ওয়ার্ডের বাসিন্দা আজহারুল হক ভূঁইয়া শিশু বলেন, জগন্নাখপুর পৌরসভা মুলত জগন্নাথপুর বাজারকেন্দ্রীক।আর বাজারের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ও ক্রেতাদের উপস্থিতি ওই ওয়ার্ডগুলোর বাসিন্দারাই্। তাই পৌর নির্বাচনে মেয়রপদে প্রার্থী না থাকায় মানুষের মধ্যে হতাশা কাজ করছে। শিশুর মতে ১০ হাজার ভোটারের এলাকায় কোন প্রার্থী না থাকলেও জয় পরাজয়ের ক্ষেত্রে ওই তিনটি ওয়ার্ডের ভোটাররা এবার ফ্যাক্টও হবেন।
পশ্চিমাঞ্চল থেকে মেয়রপ্রার্থী হতে না পারলেও ভবানীপুর গ্রামের বাসিন্দা আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান বলেন, স্থানীয় নির্বাচনগুলোতে আঞ্চলিকতার একটা প্রভাব এক সময় খুব বেশী থাকতো। এখন নানা কারণে তা কমে যাচ্ছে। দীর্ঘদিন পর প্রার্থী না থাকায় স্বাভাবিকভাবে কিছু লোক হতাশায় ভূগছেন। তবে তিনি মনে করেন যেহেতু দলীয় প্রতীকের নির্বাচন হচ্ছে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকেই নির্বাচিত করবেন।

Exit mobile version