Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর পৌর পরিষদের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভায় আজিজুস সামাদ ডন-জগন্নাথপুরবাসীর সাথে আমার আত্মিক সর্ম্পক

গোবিন্দ দেব:; প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ তনয় আজিজুস সামাদ ডন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রা বিশ্বেরবুকে এখন মর্যাদার আসনে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীন বাঙ্গালি জাতির স্বীকৃতি দিয়েছেন আর তাঁর সুযোগ্য তনয়া আমাদেরকে সমৃদ্ধ রাষ্ট্র দিয়েছেন। তিনি বলেন,জগন্নাথপুরবাসীর সাথে আমার আত্মিক সর্ম্পক। তাই যখনি ডাক পাই ছুটে আসি।তিনি বলেন,অনেকেই আমাকে বলেন,আমি যেন রাজনীতিতে কিছু পাই,আমি বলি,আমি জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জবাসীর হৃদয়ের যে ভালোবাসা পেয়েছি এরচেয়ে বড় কী আর পেতে পারি। তিনি আসন্ন জেলা পরিষদ নির্বাচনে জগন্নাথপুরের সকল জনপ্রতিনিধিদের ভোট এক প্রার্থীকে দেয়ার দাবি জানিয়ে বলেন,ভোট যার যার আমানত কারো কথায় এখন কেউ ভোট দিবে না।তবে রাজনৈতিক কারনে ঐক্যবদ্ধভাবে পৌর মেয়রের সাথে সমন্ধয় করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, জেলা পরিষদ নির্বাচন নিয়ে জগন্নাথপুরের আওয়ামীলীগ ও জনপ্রতিনিধিরা বিভক্ত শিরোনামে একটি পত্রিকার রিপোর্টের বিষয়ে তিনি বলেন, আসলে আওয়ামীলীগে কোন বিভক্ত নেই। মুলধারা বলতে কিছু নেই। তিনি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথপুর পৌরসভা কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ এর সভাপতিত্বে ও কাউন্সিলর দেলোয়ার হোসাঈনের পরিচালনায়
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান সেলিম,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জগন্নাথপুরের সন্তান তনুজ কান্তি দে,জেলা যুবলীগ সদস্য কল্লোল তালুকদার চপল, দক্ষিন সুনামগঞ্জ যুবলীগের আহ্বায়ক সেলিম রেজা, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সুনামগঞ্জ জেলা আহ্বায়ক ওবায়দুর রহমান কুবাদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র,সুনামগঞ্জ সদর যুবলীগের আহ্বায়ক সাহাব উদ্দিন, জেলা যুবলীগের সদস্য আজিজুল আলম অপু, প্যানেল মেয়র সফিকুল হক,প্যানেল মেয়র-২ সুহেল আহমদ,কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না,তাজিবুর রহমান, দ্বিপক গোপ,মিনা রানী পাল,নার্গিস অনুষ্ঠোনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আবাব মিয়া,কোরআন তেলোওয়াত করেন পৌর সচিব মোবারক হোসেন,গীতা পাঠ করেন পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী। পরে গভীর রাত অবধি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Exit mobile version