Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি এম এ মতিন ও সম্পাদক হারুনুজ্জামান

আজিজুর রহমান আজিজ :: জগন্নাথপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। সন্মেলনে সভাপতি পদে কোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় পৌর বিএনপির আহবায়ক এম এ মতিন বিনা প্রতিদ্বন্দীতায় সভাপতি নির্বাচিত হন। এছাড়া সাধান সম্পাদক পদে হাজি হারুনুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক পদে সামছুল হক সমছু নির্বাচিত হন। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পৌর বিএনপির নেতাকমীরা সন্মেলন সুষ্ঠভাবে সম্পন্ন করেন। সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি সুনাগঞ্জ জেলা বিএনপির আহবায়ক নাসির উদ্দিন চৌধুরী বলেছেন,বাংলাদেশের মানুষ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। তাই গনতন্ত্র পুনরুদ্ধার ও জনগনের ভোটের অধিকার প্রতিষ্টায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন শেখ হাসিনা অবৈধভাবে সরকার গঠন করে ক্ষমতার মসনদে বসে দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলা, হত্যা, গুমসহ অব্যাহত ভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে। তিনি শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার রূপকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অবৈধ সরকার পতনের অান্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
গতকাল পৌর শহরের বাড়ী জগন্নাথপুর বটেরতল এলাকায় আয়োজিত জগন্নাথপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সভায় উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক এম এ মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সদস্য সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জেলা বিএনপির সদস্য ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, জেলা বিএনপি নেতা এডভোকেট আব্দুল হক, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল হক আফিন্দী, ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া পাভেল, জেলা বিএনপি নেতা এডভোকেট কামাল হোসেন। পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহ মাহফুজুল করিমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা মির্জা আবুল কাশেম স্বপন, পৌর বিএনপি নেতা হাজী হারুনুজ্জামান, শামছুল হক সমছু, মামুর আহমদ, হাজি সুহেল আহমদ খান টুনু, পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, ফারুক আহমদ, ছাত্রদল নেতা শাহজাহান উদ্দিন রুহেল প্রমূখ। এদিকে পৌর বিএনপির সম্মেলনের শুরুতে আনুষ্টানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি সুনাগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাসির উদ্দিন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সদস্য সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জেলা বিএনপির সদস্য ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদককের গোপন ভোট গ্রহন অনুষ্টিত হয়। ভোট গ্রহন অনুষ্টানে সভাপতি পদে অন্য কোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় পৌর বিএনপির আহবায়ক এম এ মতিন বিনা প্রতিদ্বন্দীতায় সভাপতি নির্বাচিত হন। ভোট গ্রহন অনুষ্টানে সাধান সম্পাদক পদে হাজি হারুনুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক পদে সামছুল হক সমছু নির্বাচিত হন। সম্মেলনে উপস্থিত বিপুল সংখ্যক নেতাকর্মীদের দলীয় স্লোগান আর উৎসব মূখর আনন্দ ঘন পরিবেশে সম্মেলনের প্রধান অতিথি নাসির উদ্দিন চৌধুরী জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি এম এ মতিন, সাধারন সম্পাদক হাজী হারুনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সামছুল হক সমছুর নাম ঘোষনা দিয়ে আগামী ৩দিনের মধ্যে ১০১সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্বাচিতদের নির্দেশ দেন।

Exit mobile version