Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর ফুটবল এসোসিয়েশন লীগের ২য় পর্বের খেলা শুরু, সৈয়দপুর জুনিয়র ফুটবল একাডেমি সেমিফাইনালে

রুমানুল হক রুমেন :: জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন উদ্যোগে ১৪ তম জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন লীগ এর ২য় পর্বের খেলা আজ থেকে শুরু হয়েছে। ২য় পর্বের খেলায় মোট ৮টি দল খেলার যোগ্যতা অর্জন করেছে। আজকের (সোমবার) খেলায় মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল সৈয়দপুর জুনিয়র ফুটব একাডেমী বনাম এম কে গ্যালাক্টিকো পাড়ারগাঁও। খেলার শুরু থেকেই দুটি দল আক্রমন পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলতে থাকে ফলে খেলাটি হয়ে উঠে প্রানবন্ত। দুটি দলই গোলের অনেক সুযোগ সৃষ্টি করে গোল করতে পারেনি। সৈয়দপুর জুনিয়র ফুটবল একাডেমীর একটি জরালো আক্রমন থেকে বল সাইড বারে লেগে ফিরে আসলে এ যাত্রায় বেঁচে যায় এম কে গেলাক্টিকো। ০-০ গোলে প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্দের খেলার শুরুতেই আক্রমণে উঠে সৈয়দপুর একাডেমি। ফল আসে। খেলার ১০মিনিটের মাথায় একটি আক্রমণ থেকে সৈয়দ পুরের জিল্লুর বল নিয়ে বিপক্ষ দলের ডি বক্স এর ভিতরে ঢুকে পরলে তাকে ফেলে দেন বিপক্ষ দলের এক ডিফেন্ডার। সঙ্গে সঙ্গে রেফারি মাহবুব পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে মনির খেলার একমাত্র জয়সুচক গোলটি করেন। গোলের পর এম কে গেলাক্টিকো গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে বিপক্ষ দলের সিমানায় আক্রমণ করতে থাকে কিন্তু ফরওয়ার্ডদের ব্যার্থতায় আর গোল পরিশোধ করতে পারেনি। ফলে ১-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে এম কে গেলাক্টি পাড়ার গাঁও। আজকের খেলাটি শক্ত হাতে পরিচালনা করেন বাফুফের অনুমতিত রেফরী মাহবুবুর রহমান মাহবুব। তার সহকারী ছিলেন আবু কাওছার ও হিরা।

Exit mobile version