Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বাসুদেববাড়ীতে আনন্দময়ীর ব্যতিক্রমী পূজা মন্ডপে মুগ্ধ দর্শনার্থীরা

নিজস্ব প্রতিবেদক ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের পৌর এলাকার বাসুদেববাড়ীতে আনন্দময়ী পূজা মন্ডপের আয়োজনে এবার মুগ্ধ দর্শনার্থীরা।
বিশাল পুকুরে সুরম্য মন্ডপ তৈরী করে ব্যতিক্রম আয়োজন করা হয়েছে। প্রতিদিন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান,নাটকসহ নানা আয়োজন। অষ্টমীর রাতে নাটক মহিষাষুর বধ দর্শকরা মুগ্ধ হয়ে উপভোগ করেন।
আকর্ষণীয় ও নজরকাড়া ফটক, আলোকসজ্জার মাধ্যমে মন্ডপ কে উপস্থাপন করা হয়েছে আকর্ষনীয়রুপে। পুকুরের পানিতে শিবলিঙ্গ ও মহাদেবের আসন বসানো হয়েছে। পুকুরে আলাদা মঞ্চ তৈরী করে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রতিদিন উপজেলার লোকজন ছাড়াও দূর দূরান্ত থেকে মন্ডপটি দেখতে আসছেন দর্শণার্থীরা। মন্ডপের আকর্ষনীয় সৌন্দর্য্য দেখে সবাই খুশি।
পুকুর ও পুকুর পাড় কেন্দ্রিক এ পূজা মন্ডপটিতে উৎসবে ভিন্নমাত্রা যোগ করেছে।
সুসজ্জিত পথ অতিক্রম করে মন্ডপে পৌছলেই নজর কাড়বে ভিন্ন সাজের মন্ডপটি।
মন্ডপটি দেখতে আসা সুনামগঞ্জ জেলা শহরের নতুনপাড়ার বাসিন্দা জয় দে বলেন, সুনামগঞ্জ জেলা শহর ও জেলার বিভিন্ন উপজেলায় মধ্যে এ মন্ডপটি ব্যতিক্রম। আমরা আনন্দময়ীর আয়োজনে মুগ্ধ।
আনন্দময়ী পূজা কমিটির সভাপতি মিন্টু রঞ্জন ধর ও সাধারণ সম্পাদক কাজল বনিক জানান,আমরা চেষ্ঠা করেছি আনন্দময়ী আয়োজন কে ভিন্ন আঙ্গিকে সাজানোর।
এ বছর উপজেলার ৩৩টি পূজা মন্ডপের মধ্যে আমাদের মন্ডপে প্রতিদিন রয়েছে ভিন্ন ভিন্ন অনুষ্ঠান কর্মসূচী। সকল ধর্মের মানুষ আনন্দ আয়োজন উপভোগ করছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম বলেন,আনন্দময়ীর আয়োজন নিঃসন্দেহ প্রশংসনীয়। আনন্দময়ী পূজার উৎসবকে আনন্দময় করে তুলেছে।

Exit mobile version