Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর বিদ্যুৎ অফিসের বিল সরবরাহকারী পুলিন ৬ দিন ধরে নিখোঁজ্

স্টাফ রিপোর্টার:: জন্নাথপুর উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশল অফিসের কর্মচারী বিল সরবরাহকারী পুলিন মালাকার (৪০) গত ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। এঘটনায় তার স্ত্রী জগন্নাথপুর থানায় জিডি করেছেন। উক্ত কর্মচারী উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের প্রজেশ মালাকারের ছেলে। তিনি বেশ কিছুদিন ধরে শ্বশুরবাড়ি বিশ্বনাথ উপজেলার ঝিগলি কুজারপাড় গ্রামে বসবাস করে আসছিলেন। জানা গেছে, গত রোববার সকাল ১০ টার দিকে পুলিন মালাকার তার শ্বশুর বাড়ি থেকে জগন্নাথপুর বিদ্যুৎ অফিসে আসার জন্য পার্শ্ববর্তী ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে গিয়ে নিখোঁজ হয়ে যান এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে তার কোন হদিস পাওয়া যায়নি। এ ব্যাপারে নিখোঁজ পুলিন মালাকারের স্ত্রী ডলি রাণী মালাকার বাদি হয়ে গত বৃহস্পতিবার জগন্নাথপুর থানায় জিডি করেছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজের ছয় দিন অতিবাহিত হলেও তাকে না পেয়ে তার পরিবার ও জগন্নাথপুর বিদ্যুৎ অফিসের লোকজন তার সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন। জগন্নাথপুর আবাসিক বিদ্যুৎ প্রকৌশল অফিসের কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ পুলিনের স্ত্রী অফিসে এসে তাদেরকে নিখোঁজের খবর জানিয়েছেন। এছাড়াও বলেছেন ছাতকের গোবিন্দগঞ্জে পুলিন জায়গা ক্রয় করেছিলেন। উক্ত জায়গা নিয়ে বিরোধ চলছিল। সেখানে গিয়ে নিখোঁজ হন। এবং এরপর থেকে মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এবিষয়ে জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জমান জানান,পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

Exit mobile version