Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক: এক মাসেও কার্যাদেশ মিলেনি

সংস্কারহীন জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কের জগন্নাথপুর অংশের ১৩ কিলোমিটার উন্নত মানের সংস্কার কাজের জন্য প্রায় ২৩ কোটি টাকার টেন্ডার  প্রায় এক মাসেও কার্যাদেশ দেয়া হয়নি। তবে অচিরেই সড়কে কাজ শুরু হবে বলে স্থানীয় এলজিইডি’র সুত্রে জানা গেছে।

স্থানীয় এলারাবাসি ও উপজেলা প্রকৌশলী কার্যালয় সুত্রে জানা যায়, সিলেট বিভাগীয় শহরের সঙ্গে জগন্নাথপুর উপজেলা বাসির যোগাযোগের একমাত্র প্রধান সড়ক হচ্ছে জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়ক। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহালদশা বিরাজ করছে। ফলে অর্বনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারনকে। সংস্কারের দাবিতে কয়েকবার পরিবহন ধর্মঘট পালন করা হয়েছে। সড়কের জনদুর্ভোগ নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভের ঝড় উঠে। সরকার দলের নেতাকর্মীরাও বিক্ষুব্ধ হন সড়কের করুণ দশা নিয়ে। স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী মহোদয়ের আন্তরিক প্রচেষ্ঠায় আধুনিক ও উন্নতমানের টেকসই কাজের জন্য প্রায় ২৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়।

গত বছরের ৬ নভেম্বর প্রথমবারের মতো প্রায় ২৩ কোটি টাকার দরপত্র (টেন্ডার) আহবান হয়। দরপত্র গ্রহনের শেষ তারিখ ছিল ৬ ডিসেম্বর। ওই দিন  স্থানীয় সরকার (এলজিইডি) সুনামগঞ্জ প্রকৌশলীর কার্যালয়ে টেন্ডার ড্রপিং সম্পন্ন হয়। কাজ পান ঢাকার সালেহ হামিম (জেপি) ঠিকাদারী প্রতিষ্ঠান। টেন্ডার প্রক্রিয়া শেষে সংশ্লিষ্টরা জানান, নতুন বছরের শুরুতে কাজ শুরু হবে। তবে আজ শুক্রবার জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এখনও সড়কে কাজের কার্য্যাদেশ পাওয়া যায়নি। আমরা আশা করছি, অচিরেই কাজ শুরু হবে।

Exit mobile version