Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে ভেঙে যাওয়া সংযোগ সড়ক সচল হয়নি

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর-বিশ্বনাথ (জগন্নাথপুর-সিলেট) সড়কে ভেঙে যাওয়া বিকল্প সংযোগ সড়কে মেরামতের কাজ শেষ হয়নি। ফলে গত চারদিন ধরে ওই সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। তবে ছোট ছোট যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

আজ শুক্রবার (৩ জুন) জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়কের ক্ষতিগ্রস্থ স্থানে সংস্কার কাজ চলছে। আশা করছি, দুই, এক দিনের মেরামতের কাজ সম্পন্ন হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৩০ জুন) বিকেলের দিকে জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের জগন্নাথপুর উপজেলার মীরপুরের আটঘর এলাকায় বিকল্প সংযোগ সড়কের একাংশ ধসে পড়ে সরাসরি যান চলাচল বিঘ্নিত ঘটে। এতে করে জনদুর্ভোগ চরমে উঠেছে।

দীর্ঘদিন ধরে সংস্থারহীন থাকা সড়কটি সংস্কার কাজের জন্য পুরোনো ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে দিয়ে বিকল্প সংযোগ সড়ক করা হয় আটঘর এলাকায়। কাজের মান নিন্মমানের হওয়াতে সংযোগ সড়কের একাংশ ভেঙে পড়ে বলে স্থানীয়রা জানিয়েছে। তবে সংশ্লিষ্টদের দাবী একটি ভারী মালবাহী ট্রাক সড়ক দিয়ে যাওয়ার পথে সংযোগ সড়কের একাংশ ধসে পড়ে।

Exit mobile version